• আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জবি নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ৮ই মার্চ

| নিউজ রুম এডিটর ৭:২৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২২ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে আগামী ৮ই মার্চ থেকে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডিতে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বিবিএ ১ম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস ৮ই মার্চ, ২০২২ থেকে শুরু হবে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

নবীনদের ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ৮ই মার্চ থেকে আনুষ্ঠানিক ভাবে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে