• আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে।

নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে সফলতা তুলে আনতে হবে।

আজ রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কোনদিন দলের ক্ষতি করতে পারেন না। সামনে জাতীয় নির্বাচন, সততার সাথে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং নয়টি ইউনিয়নের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।