• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

পটুয়াখালী ডাক্তারের অবহেলায় জীবন গেল মায়ের

| নিউজ রুম এডিটর ৯:৩০ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২২ পটুয়াখালী, সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় জন্ডিস ও পিত্তথলির ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুু হয়েছে। নিহতের নাম সালমা বেগম (৩৫)। তিনি মরিচবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরিচবুনিয়া গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী, সালমা বেগমের ক্ষুব্ধ স্বজনরা তার মৃত্যুর জন্য হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ আবুবকরকে দায়ী করেন।

শনিবার ১৯ মার্চ রাত ১১ টার সময় পটুয়াখালী সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। এদিকে চার জননীর মৃত্যুর বিষয়ে তার স্বজন ও হাসপাতালের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিহতের স্বামী মজিবর হাওলাদার জানান, শনিবার বিকেলে জন্ডিস ও পিত্তথলির ব্যাথা সমস্যা নিয়ে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়, কর্তব্যরত ডাক্তার মোঃ আবুবকর আমার স্ত্রীকে কোন প্রকার সেবা দেয়নি, উল্টো, আমাদের সাথে দুর্ব্যবহার করে চিকিৎসা না দিয়ে রোগীর কাছ থেকে বাহিরে বেরিয়ে যায়, তার কিছুক্ষণের মধ্যেই আমার স্ত্রী মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর তাকে আইসিইউতে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক মোঃ আবুবকর জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না, আমি তত্ত্বাবধায়ক এর সাথে কথা বলে আপনাদের জানাবো, তিনি দায় এড়ানোর জন্য ছলে-বলে-কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবদুল মতিন জানান, ভুক্তভোগির পরিবার থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।