• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

পটুয়াখালী ডাক্তারের অবহেলায় জীবন গেল মায়ের

| নিউজ রুম এডিটর ৯:৩০ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২২ পটুয়াখালী, সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় জন্ডিস ও পিত্তথলির ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুু হয়েছে। নিহতের নাম সালমা বেগম (৩৫)। তিনি মরিচবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরিচবুনিয়া গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী, সালমা বেগমের ক্ষুব্ধ স্বজনরা তার মৃত্যুর জন্য হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ আবুবকরকে দায়ী করেন।

শনিবার ১৯ মার্চ রাত ১১ টার সময় পটুয়াখালী সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। এদিকে চার জননীর মৃত্যুর বিষয়ে তার স্বজন ও হাসপাতালের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিহতের স্বামী মজিবর হাওলাদার জানান, শনিবার বিকেলে জন্ডিস ও পিত্তথলির ব্যাথা সমস্যা নিয়ে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়, কর্তব্যরত ডাক্তার মোঃ আবুবকর আমার স্ত্রীকে কোন প্রকার সেবা দেয়নি, উল্টো, আমাদের সাথে দুর্ব্যবহার করে চিকিৎসা না দিয়ে রোগীর কাছ থেকে বাহিরে বেরিয়ে যায়, তার কিছুক্ষণের মধ্যেই আমার স্ত্রী মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর তাকে আইসিইউতে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক মোঃ আবুবকর জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না, আমি তত্ত্বাবধায়ক এর সাথে কথা বলে আপনাদের জানাবো, তিনি দায় এড়ানোর জন্য ছলে-বলে-কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবদুল মতিন জানান, ভুক্তভোগির পরিবার থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।