• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

বরগুনা  সুপার মার্কেট অবৈধ দোকানঘর বাতিলের দাবি সংবাদ সম্মেলন

| নিউজ রুম এডিটর ১০:৪৩ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৫ পটুয়াখালী

 

নিজস্ব প্রতিবেদন : বরগুনা পৌর সুপার মার্কেটের অপরিকল্পিত দোকান ঘর বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করছে ব্যবসায়িরা।

পৌর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সোমবার বরগুনা প্রেসক্লাবের হলরুমে সকাল সাড়ে এগারোটা সময়  সংবাদ সম্মেলনে মার্কেটের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাবেক মেয়রের অপ্রয়োজনীয় ঘর নির্মাণ ও ড্রেন লাইন বন্ধ করার ফলে তারা প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

বেশ কয়েক বছর আগে  অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত মার্কেটে নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে দোকানপ্রতি ৭৫,০০০ টাকা করে আদায় করা হয় এমন কথা বলেন ব্যবসায়ীরা । এরপরও সঠিক নিয়মে ড্রেন ব্যবস্থা বা ঝুঁকিমুক্ত মার্কেট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন ব্যবসায়ী ।

ব্যবসায়ীদের দাবি, মার্কেট নির্মাণের জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকার টেন্ডার করা হলেও এটি ব্যবসায়ীদের সঙ্গে একটি বড় প্রতারণা এমনটাই দাবি করেন ব্যবসায়ীরা ।

অগ্নিকাণ্ডের পূর্বে মার্কেটে ১৯৮টি দোকান ছিল। সাবেক মেয়র দোকানের সংখ্যা বাড়িয়ে ২৩৫টি করে ড্রেন লাইন বন্ধ করে দেন। এতে ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়ছেন। দোকান সংখ্যা বেড়ে যাওয়ার ফলে কাজের পরিবেশ নষ্ট হয়েছে এবং অগ্নি নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ভবিষ্যতে কোনো অগ্নিকাণ্ড হলে পার্শ্ববর্তী নদী থেকেও পানি আনা সম্ভব নয় বলে অভিযোগ করেন এর পাশাপাশি  অবৈধ দোকান বরাদ্দ বাতিলের দাবি করেন ব্যবসায়ীরা  দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। অবৈধভাবে বরাদ্দ দেওয়া কিছু দোকানের আকার  ছোট করায় ব্যবসায়ীদের নারায়ণ সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্রুত একটি সমাধান চায়  ব্যবসায়ীরা ।

বরগুনা পৌর নিউ সুপার মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা সাবেক মেয়রের এমন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা ড্রেন লাইন সক্রিয় করার পাশাপাশি ঝুঁকিমুক্ত এবং পরিকল্পিত মার্কেট গড়ে তোলার আহ্বান জানান।