

প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জকে ১-৫ গোলে হারিয়েছে মোহামেডান। এ জয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান।
মোহামেডানের বড় জয়ে অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের জোড়া গোল অন্যতম ভূমিকা রেখেছেন। এছাড়াও ফরহাদ মনা, অস্ট্রেলিয়ান অ্যারন রিয়ারডন ও জাফর ইকবাল একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ।
এ জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে থেকে প্রথম পর্ব শেষ করলো মোহামেডান। ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ।