উড়ন্ত উড়োজাহাজের এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে গেল। যা নিয়ে ছড়ালো আতঙ্ক।
দ্রুত পদক্ষেপ নিলেন কেবিন ক্রুরা। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হন তারা।
এতে মোবাইলের ক্ষতি হলেও ওই যাত্রী ও গোটা উড়োজাহাজ বেঁচে গেল বড় ধরনের বিপদ থেকে।
ভারতের ইন্টারগ্লোব এভিয়েশনের ডিব্রুগড়-নয়াদিল্লি ফ্লাইটে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, ৬ই ২০৩৭ ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। তখন কেবিন ক্রুরা দেখতে পান, এক যাত্রীর ফোনে আগুন ধরে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
এয়ার ইন্ডিগো জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ঘটনা মোকাবিলায় তাদের ক্রুদের প্রশিক্ষণ দেওয়া আছে। যে কারণে তারা তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় অর্থাৎ নির্ধারিত সময়ে নিরাপদেই ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে।