

ইউপি নির্বাচনে নৌকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আশুলিয়া থানার সাবেক যুবদলের সভাপতি আব্দুল হাইকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।
এর আগে সোমবার (১৮ এপ্রিল) রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল হাই শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি হাবীবুর রহমান। সেই মামলায় সোমবার তাকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতার যুবদল নেতা আব্দুল হাইকে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।