• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

মারিওপোল পুরোপুরি দখলে নিল রাশিয়া

| নিউজ রুম এডিটর ৫:২৫ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনের মারিওপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেন তিনি। খবর আরটির।

একই সঙ্গে এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আটকে পড়ায় সেখানে অভিযানের বদলে তাদের অবরুদ্ধ করার নির্দেশ দেন পুতিন।

এর আগে ইউক্রেনীয় এক কমান্ডার দাবি করেন, রুশ সেনারা মারিওপোল দখলের দ্বারপ্রান্তে রয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আজভস্তল স্টিল প্ল্যান্টটি বাদে সমগ্র মারিওপোল স্বাধীন করার ঘোষণা দেন। অভিযান সফল হওয়ায় সেনাবাহিনী ও প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসা করেন পুতিন।

বিবিসি, সিএনএনের খবরে বলা হয়, মারিওপোলের আজভস্তল স্টিল প্ল্যান্ট অবরুদ্ধ করে রাখার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট। প্ল্যান্টটিতে এখনও রুশ সেনারা প্রবেশ করেনি। কারণ সেখানে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রয়েছে।

এ প্রসঙ্গে পুতিন বলেন, ’ওই ভূগর্ভস্থ কবরের (স্টিল প্ল্যান্ট) মধ্যে নামার কোনো প্রয়োজন নেই। এর থেকে ভালো, এলাকাটি অবরুদ্ধ করা, যেন কেউ পালাতে না পারে। সেখানে আর অভিযান চালানো ঠিক হবে না।’

এদিকে পূর্বাঞ্চলীয় লুহানস্কের ৮০ শতাংশ এলাকা এরইমধ্যে রাশিয়া দখলে নিয়েছে বলে দাবি করেছেন সেখানকার গভর্নর। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে পশ্চিমাদের প্রতি আরও বেশি করে অস্ত্র সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সংকট সমাধানে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি।

অন্যদিকে পুতিন দাবি করেন, বছরের পর বছর ইউক্রেন সরকারের দমন-পীড়নের শিকার পূর্বাঞ্চলীয় দনবাসের সাধারণ মানুষকে রক্ষা করতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।