• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বাড়ি হস্তান্তর উপলক্ষে জীবননগর ইউএনও’র প্রেস ব্রিফিং

| নিউজ রুম এডিটর ১০:০১ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০২২ লিড নিউজ, সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঈদ উপহার হিসেবে ২৪ টি বাড়ির জমির দলিল হস্তান্তর করবেন ২৫ এপ্রিল দুপুর ১২টায় প্রেস ব্রিফিং এ জীবননগর উপজেলা কনফারেন্স কক্ষে নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম একথা জানান।

জীবননগর ইউএনও প্রেস বিজ্ঞপ্তিতে বলেন যে, বর্তমানে ৩য় পর্যায়ের ঘরের নির্মাণ কাজ চলমান। ইতোমধ্যে ৩য় পর্যায়ের চলমান ৫৫ টি ঘরের মধ্যে ২৪ টির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ৩য় পর্যায়ের ৫৫ টি ঘর নিম্নবর্ণিত স্থানসমূহে নির্মিত হচ্ছে ৮৫ টি (৫৫ টি চলমান) এর মধ্যে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে ৩ টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুঘরাপাছি গ্রামে ১৯ টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে ২ টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আন্দুলবাড়ীয়া গ্রামে ১ টি, হাসাদাহ ইউনিয়নের হাসাদাহ গ্রামে ৪ টি, উথলী ইউনিয়নের মানিকপুর গ্রামে ২ টি, কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে ১০ টি, সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ১২ টি, জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামে ২ টি ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বাকি ৩০ টি ঘরের জন্য খাস জমি খোঁজার কাজ চলমান রয়েছে।

আগামী ২৬ এপ্রিল গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

জীবননগরে ২৪ জন উপকারভোগীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলী আজগার টগর কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলিলসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করা হবে। ঈদ উপলক্ষে এটি মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক এবং আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শামসুল আলম, সাংবাদিক মাহবুবুর রহমান বাবু, জাহিদ বাবু, সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।