মোহাম্মদ রোমান হাওলাদারঃ মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের গৃহনিমার্ণ কার্যক্রম এর শুভ উদ্বোধন ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সুবিধাভোগীদের হাতে দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে, দেশের বিভিন্ন স্থানে তৃতীয় পর্যায়ে নিমার্ণকৃত ৩২ হাজার ৯শত ৪ একক গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহসহ জমির দলিল হস্তান্তর গতকাল মঙ্গলবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সময় ১৩ টি ঘরসহ জমির কবুলিয়াত দলিল ১৩ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এদের মধ্যে উপজেলার কোলা ইউনিয়নে ১০ টি ও মালখানগর ইউনিয়নে ৩ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকতার্ মো. শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, স্বাস্থ্য কর্মকতার্ ডা. আঞ্জুমান আরা, ওসি কে.এম. মিজানুল হক, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ আইমিন সুলতানা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাইদ, কোলা ইউপি চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, লবতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্রান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।