• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

‘পানিতে তলিয়ে’ শাহজালালের রানওয়ে, আকাশে উড়োজাহাজের চক্কর

প্রায় ১৫ মিনিট ধরে আকাশে চক্কর দেওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পেরেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজ।

শুক্রবার বিকালে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে ‘বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায়’ বিমান ওঠানামা করতে বিলম্বিত হয়েছে।আধা ঘণ্টার বৃষ্টিতে এ ফ্লাইট ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়।

জানা গেছে, যশোর বিমানবন্দর থেকে ঢাকায় এসেছিল নভোএয়ারের একটি ফ্লাইট। কিন্তু রানওয়ে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় উড়োজাহাজটি অবতরণ করতে পারছিল না। এ সময় আকাশে চক্কর দিতে থাকে উড়োজাহাজটি। প্রায় ১৫ মিনিট ধরে চক্কর দেওয়ার পর রানওয়ের পানি নিষ্কাশন হলে বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।