• আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার প্রধানমন্ত্রী হতে রাজি সাজিথ প্রেমাদাসা

| নিউজ রুম এডিটর ৮:২৬ পূর্বাহ্ণ | মে ১২, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর সরকারের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছে প্রধান বিরোধী দল সামাজি জানা বালাওয়েগয়া (এসজেবি)। দলটির নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে।

এদিকে নতুন সরকার গঠনে চার শর্ত দিয়েছে এসজেবি। এগুলো হলো-প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ করতে রাজি হতে হবে। নতুন সরকার গঠনে তিনি কোনোরকম হস্তক্ষেপ করতে পারবেন না। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বিলুপ্ত হবে। এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে তবেই নির্বাচন হবে।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান চাপে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যদি পদত্যাগ করেন, তাহলে সংবিধানে পার্লামেন্টের মাধ্যমে নতুন নেতা নির্বাচনের বিধান দেওয়া আছে। তাই ক্ষমতার কেন্দ্রে কখনো শূন্যতা তৈরি হবে না। পার্লামেন্টের সদস্যদের জন্য একটি আন্তর্র্বর্তী সরকার নিয়োগ দেওয়ার বিধানও রয়েছে।

বুধবার শ্রীলংকায় চীনা রাষ্ট্রদূত কুই জেনহংয়ের সঙ্গে বৈঠক করেছেন সাজিথ প্রেমাদাসা। বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে চীনা রাষ্ট্রদূতকে সংকটের সমাধানে শ্রীলংকার প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, তার প্রশাসনে স্বচ্ছভাবে দেশ পরিচালনা এবং ঘুস, দুর্নীতি ও দমন-পীড়ন নির্মূলে অগ্রাধিকার দেওয়া হবে। এদিন এক সংবাদ সম্মেলনে এসজেবির সংসদ-সদস্য লক্ষ্মণ কিরিয়েলা বলেছেন, আমাদের নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে রাজি হয়েছেন।

তবে শর্ত হলো-তার আগে প্রেসিডেন্ট গোতাবায়াকে পদত্যাগ করতে হবে। তিনি জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া অনাস্থা প্রস্তাব (এনসিএম) আগামী সপ্তাহে সংসদে বিতর্কের জন্য উঠবে।

এর আগে এসজেবির সংসদ-সদস্য হারসানা রাজাকারুনা বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা ছাড়লে এসজেবি ক্ষমতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাদের দলের অধিকাংশ সংসদ-সদস্য এ প্রস্তাব দিয়েছেন।

হারসানা জানান, এসজেবির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র দলগুলোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গেও বৈঠক করেছেন দলের সদস্যরা।

সবাই তাদের সমর্থন দেবে বলে জানিয়েছেন। শ্রীলংকা ফ্রিডম পার্টির (এসএলএফপি) সাধারণ সম্পাদক দয়াসিরি জয়াসেকারা বলেছেন, যদি বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করতে ইচ্ছুক হন তবে তার দল তাকে সমর্থন করতে প্রস্তুত।

এদিকে নতুন সরকারপ্রধান চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর নন্দলাল বীরসিংহে।