• আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর বেরাইদে ‘গ্রন্থাগার সুহৃদ’ পদকে ভূষিত তিন গুণী

| নিউজ রুম এডিটর ১১:২২ পূর্বাহ্ণ | মে ২৯, ২০২২ লিড নিউজ, সারাদেশ

জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক তিন পরিচালককে ‘সংবর্ধনা’ দিয়েছে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি (বাগসুস) ও বেরাইদ গণপাঠাগার। তিন গুণী হলেন ফজলে রাব্বি, আখতারুজ্জামান ও মো. নজরুল ইসলাম। বেসরকারি গ্রন্থাগার পরিষেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের ‘গ্রন্থাগার সুহৃদ’ পদকে ভূষিত করা হয়। গত শুক্রবার বিকালে ঢাকা উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ গণপাঠাগার কার্যালয়ে এই অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সংগঠনের সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া।

সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম রহমতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক ইমরান মাহফুজ, সৈয়দ মোহাম্মদ সাবের, শফি মোহাম্মদ মাসুদ ও নাজমা মাসুদ। উপস্থিত ছিলেন বেরাইদ মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মির্জা লুৎফর রহমান, রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল আলম, বেরাইদ মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার সাইদুর রহমান, আলহাজ রাহীমুল্লাহ মোল্লা দাখিল মাদরাসা ও এতিমখানার সুপার জহিরুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মানিক মিয়া প্রমুখ।