• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকা নয় সিঙ্গাপুরের সাথে তুলনা করুন বাংলাদেশকে : জ্যাকব

| নিউজ রুম এডিটর ৭:০৪ অপরাহ্ণ | মে ২৯, ২০২২ লিড নিউজ, সারাদেশ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ‘শ্রীলংকা নয় সিঙ্গাপুরের সাথে তুলনা করুন বাংলাদেশকে। গত সাড়ে ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়ন করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ি থেকে উদীয়মান নক্ষত্রের বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সচল। তাঁর দুরদর্শি নেতৃত্ব সম্ভাবনার বাংলাদেশে পরিণত হয়েছে। অবিস্মরণীয় উন্নয়নের বাংলাদেশকে শ্রীলংকা নয়, সিঙ্গাপুরের সাথে তুলনা করা যায়।’

আজ রবিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে নদীভাঙ্গন কবলিত গৃহহীন অসহায় ২শ’ ৬৭ পরিবারকে পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ কোটি ৬৩ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব আরও বলেন, ‘শেখ হাসিনা অসহায় মানুষের সহায়। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার ধারাবাহিকতা থাকলে কোন মানুষ গৃহহীন থাকবে না।’ এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সভাপতিত্বে চেয়ারম্যান জয়নাল আবেদিন ও পৌর মেয়র মো. মোরশেদ, পিআইও মো. আনিসুর রহমান ও ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন।