• আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

| নিউজ রুম এডিটর ১:৩০ পূর্বাহ্ণ | মে ৩০, ২০২২ লিড নিউজ, সারাদেশ

দীর্ঘ দুই বছর পর ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন এর যাত্রা শুরু হয়েছে।

রোববার (২৯ মে) প্রথম দিনে সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ইন্দোনেশিয়ার ১ জন ভারতের ১৫ জন ও বাকি ১৫৪ জনসহ মোট ১৭০ জন যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্য রওনা হয়।

দুপুর পৌনে ২ টার দিকে মৈত্রী ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পৌঁছায়। এ সময় ভারত ও বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ার এমএম রাজিব বিল্লা, রেলওয়ে পাকশী নিরাপত্তার কমান্ডেন্ট মেরশেদ আলম, দর্শনা রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ (ওসি) হাসান সাহাবুলসহ কর্মকর্তাবৃন্দ।

পরে দুপুর ২ টার দিকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়।