• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

জনগণকে ‘ভালোবাসার অমর ওষুধ’ দিচ্ছেন কিম জং উন

| নিউজ রুম এডিটর ৯:৩৩ অপরাহ্ণ | মে ৩০, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

কোভিড ছড়িয়ে পড়ার পর দেশটিতে প্রথমবারের মতো কোভিড-১৯ প্রতিরোধে নিজ দেশের জনগণকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তবে বর্তমানে শুধুমাত্র সেনা সদস্যদের জন্য ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।

আর এসব করোনা ভ্যাকসিনকে নিজের পক্ষ থেকে ‘ভালোবাসার অমর ওষুধ’ হিসেবে অভিহিত করেছেন কিম জং উন। যা তার পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। ডেইলি স্টারের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে এনডিটিভি।

ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলোতে ভ্যানে করে লাউড স্পিকারে কিম জং উনের এ বার্তা প্রচার করা হচ্ছে। পূর্ব এশিয়ার এ দেশটি অবশ্য যেসব সেনা সদস্য জাতীয় অবকাঠামো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদেরকে ভ্যাকসিন দিচ্ছে।

বর্তমানে করোনার সঙ্গে লড়াই করছে উত্তর কোরিয়া। দেশটিতে হঠাৎ করে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস।করোনা ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণকে আদা দিয়ে চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যা বিশ্বে হাস্যরসের সৃষ্টি করে।

তাছাড়া লবণ পানি দিনে কুলি করা এবং ভেষজ ওষুধ গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি