আবুল কাশেম রুমন,সিলেট: বন্যার পানিতে ছিলো থৈ থৈ ওসমানী বিমানবন্দর রানওয়ে। পানি নামার পর টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফ্লাইট চালু হলো। বুধবার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক নজরুল ইসলাম।
তিনি বলেন, রানওয়ে থেকে পানি নেমেছে। রানওয়ের দিক নির্দেশনামূলক অ্যাপ্রোচ লাইটও জ্বলছে। আপাতত ফ্লাইট ওটা-নামার ক্ষেত্রে কোনো বাধা নেই। তাই বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফ্লাইট চালু চালুর সিদ্ধান্ত হয়েছে। সকাল ৬টার দিকে পরীক্ষামূলক ভাবে ফ্লাইট চালু করা হয়।
এর আগে ১৭ জুন (শুক্রবার) রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়।
এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার (১৭ জুন) দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।