• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 নিয়ম অ – নিয়মের মধ্য দিয়ে চলছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল | প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  |

কুড়িগ্রামে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় শাপলা চত্বরস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি চাষী এম এ করিম, আবুল কালাম আজাদ, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমি দুলাল ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ।

এসময় বক্তরা পদ্মা সেতুসহ শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করতে সকল নেতা কর্মীকে পরামর্শ প্রদান করেন। কর্মসূচিতে মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রায় ৮ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।