• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

মুখ ফসকে নেদারল্যান্ডসকে স্কটল্যান্ড বললেন বাবর

| নিউজ রুম এডিটর ৩:৫৩ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার শ্বাসরুদ্ধকর জয় পায় তারা। শেষ ওভারে ১৪ রান ঠেকিয়ে ম্যাচ জিতে নেয় ৯ রানে। ম্যাচ শেষে আনন্দে মাতোয়ারা পাকিস্তান অধিনায়ক ভুল করে বসলেন, যা হাসির খোরাক জুগিয়েছে।

ডাচ বোলারদের কাছে খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তাদের আঁটসাঁট বোলিংয়ে ২০৬ রানে অলআউট তারা। তারপর খুব কাছে গিয়েও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি ডাচরা। শেষ ওভারে তারা অলআউট ১৯৭ রানে। নাসিম শাহ একাই নেন ৫ উইকেট, তার বোলিংয়েই ম্যাচটি জিতে যায় পাকিস্তান।

ম্যাচ শেষে নেদারল্যান্ডসের বোলারদের কৃতিত্ব দিতে গিয়েই ভুল করে বসেন বাবর। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমরা আমাদের বেঞ্চের শক্ত পরখ করার চেষ্টা করেছিলাম। শুরুর দিকে বল ঠিকভাবে আসছিল না। প্রথম ইনিংসে আমরা খুব কম রান করেছিলাম। কিন্তু কৃতিত্ব দিতে হয় স্কটল্যান্ড (নেদারল্যান্ডস) বোলারদের, তারা খুব ভালো বল করেছিল।’