• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

মুখ ফসকে নেদারল্যান্ডসকে স্কটল্যান্ড বললেন বাবর

| নিউজ রুম এডিটর ৩:৫৩ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার শ্বাসরুদ্ধকর জয় পায় তারা। শেষ ওভারে ১৪ রান ঠেকিয়ে ম্যাচ জিতে নেয় ৯ রানে। ম্যাচ শেষে আনন্দে মাতোয়ারা পাকিস্তান অধিনায়ক ভুল করে বসলেন, যা হাসির খোরাক জুগিয়েছে।

ডাচ বোলারদের কাছে খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তাদের আঁটসাঁট বোলিংয়ে ২০৬ রানে অলআউট তারা। তারপর খুব কাছে গিয়েও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি ডাচরা। শেষ ওভারে তারা অলআউট ১৯৭ রানে। নাসিম শাহ একাই নেন ৫ উইকেট, তার বোলিংয়েই ম্যাচটি জিতে যায় পাকিস্তান।

ম্যাচ শেষে নেদারল্যান্ডসের বোলারদের কৃতিত্ব দিতে গিয়েই ভুল করে বসেন বাবর। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমরা আমাদের বেঞ্চের শক্ত পরখ করার চেষ্টা করেছিলাম। শুরুর দিকে বল ঠিকভাবে আসছিল না। প্রথম ইনিংসে আমরা খুব কম রান করেছিলাম। কিন্তু কৃতিত্ব দিতে হয় স্কটল্যান্ড (নেদারল্যান্ডস) বোলারদের, তারা খুব ভালো বল করেছিল।’