• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

কালীগঞ্জে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৯:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৬, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নদী থেকে ব্যাটারি চালিত অটো চালক সুলতান মিয়া (৩৮) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকিনায় ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা শাখা নদী থেকে মরদেহ করা হয়।

নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগনি ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। ধারণা করা হচ্ছে একটি চক্র তাকে জবাই করে হত্যা করে অটো নিয়ে পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদীতে একজনের গলাকাটা লাশ দেখ পেয়ে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসূল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত অটোচালকের বাবা আব্দুল গফুর জানান, গত সোমবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরে না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। এরপর পরিবার মিলে সবাই খুঁজতে থাকেন। পরের সংবাদ পেয়ে কাকিনা ইশোরকোল গ্রামে চলে আসি।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অটোচালকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।