• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

কালীগঞ্জে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৯:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৬, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নদী থেকে ব্যাটারি চালিত অটো চালক সুলতান মিয়া (৩৮) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকিনায় ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা শাখা নদী থেকে মরদেহ করা হয়।

নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগনি ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। ধারণা করা হচ্ছে একটি চক্র তাকে জবাই করে হত্যা করে অটো নিয়ে পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদীতে একজনের গলাকাটা লাশ দেখ পেয়ে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসূল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত অটোচালকের বাবা আব্দুল গফুর জানান, গত সোমবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরে না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। এরপর পরিবার মিলে সবাই খুঁজতে থাকেন। পরের সংবাদ পেয়ে কাকিনা ইশোরকোল গ্রামে চলে আসি।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অটোচালকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।