• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

পটুয়াখালীর দুমকিতে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩

| নিউজ রুম এডিটর ৯:৪৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৬, ২০২২ পটুয়াখালী, সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে ৯৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩:১৫ মিনিটের সময় অভিযান চালিয়া তাদের গ্রেফতার করা হয়।

তাদের দেহ তল্লাশি করে তিনজনের পরিহিত প্যান্টের পকেটে আলাদা আলাদা ভাবে ইয়াবা ট্যাবলেট লুকানো ছিল মোট ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করে।

পটুয়াখালী দুমকি থানার চৌকাস পুলিশ অফিসার সাকায়েত হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, পটুয়াখালী দশমিনার ডনডনিয়া গ্রামের আলমগীর ব্যাপারীর ছেলে মোঃ হানিফ বেপারী(২০),পটুয়াখালী দশমিনা পশ্চিম লক্ষীপুর গ্রামের দেলোয়ার মৃধা ছেলে মোঃ রনি মৃধা(২১),পটুয়াখালী দশমিনার পশ্চিম লক্ষীপুর গ্রামের দশমিনা বিল্লাল হোসেনের ছেলে মোঃ সোহাগ হোসেন(৩০) এরা দীর্ঘদিন কৌশলে এভাবে মাদক বহন করে ব্যবসা করে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম জানায়, এ অভিযান অব্যাহত থাকবে, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন মাদক মুক্ত বাংলাদেশ গড়ুন তিনি আরো বলেন আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।