• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর ইমরান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার|

| নিউজ রুম এডিটর ৮:৩১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২২ আইন ও আদালত

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মন্ডলপাড়ার আব্দুল জলিল জুড়োনের ছোট ছেলে আল ইমরান(২৫)-কে গত ১৬.০৯.২০২২ বেলা ১১:০০ ঘটিকায় পূর্বশত্রুতার জেরে একটি বিল্ডিংয়ের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজের কথা বলে মোবাইল ফোনে পৌর শহরের স্টেশন সংলগ্ন বাইপাস সড়কে ডেকে নির্মমভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মারাত্মক আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।এ সংক্রান্তে আলমডাঙ্গা থানার মামলা নং-০৮, তারিখ-১৭.০৯.২০২২, ধারা-৩০২/৩৪/১০৯ পেনাল কোড রুজু করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ঘটনার সাথে সাথে ডিবি ও থানার টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে আলমডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযানে ইমরান হত্যার প্রধান পরিকল্পনাকারী আসামি মাসুদ রানা(২৫), পিতা-বিল্লাল হোসেন, সাং-দুলর্ভপুর (বর্তমানে নওদা বন্ডবিল), থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বেই কুষ্টিয়া সদর থানাধীন ঈদগাহ পাড়া থেকে গ্রেফতার করা হয়। ঘটনা সংক্রান্তে আসামি মাসুদ রানা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।