• আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৪:০৮ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেয়াজুল হক(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার(৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নির্মাণ শ্রমিক রেয়াজুল হক ওই ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্ত্বর গ্রামের ভুমিহীন আজগার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত রোববার সকালে পাশের গ্রামের আয়নারপুল এলাকার আছদ্দির ছেলে প্রভাবশালী দবিয়ার রহমানের বাড়ি নির্মাণ কাজে যান রেয়াজুল হক। নির্মাণ করা বাড়ির পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন ছিল। কাজের এক পর্যয়ে সেই লাইনের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক রেয়াজুল হক।

পরে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকে বাড়ির মালিক দবিয়ার রহমান সহপরিবারে পলাতক রয়েছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।