• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

গণমাধ্যম আইন সাংবাদিকদের স্বার্থে প্রত্যাহার করুন: এ্যাবজা

| নিউজ রুম এডিটর ৮:৫৬ অপরাহ্ণ | নভেম্বর ৫, ২০২২ গণমাধ্যম

ঢাকা,শনিবার,৫ নভেম্বর,২০২২: জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যম আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনের নতুন জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে সংগঠনের সাংগঠনিক সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ দাবি জানান।

শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত অলোচনা সভায় এ্যালায়েন্স অব বাংলাদেশ অর্গানাইজেশন (এ্যাবজা)’র আহবায়ক জাষ্টিস ফর জার্নালিস্টের মহাসচিব শাহিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে নেতা ও প্রেস কাউন্সিল সদস্য ড: উৎপল কুমার সরকার। জোটের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এ্যাবজার সদস্য সচিব ও বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

যুগ্ম-আহবায়ক মোমিন আনসারীর সঞ্চালনায় সভায় জাস্টিস ফর জার্নালিস্ট সভাপতি মো: কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, আমরা একাত্তর প্রজন্মের সভাপতি সালমান মাহমুদ, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফরিদ খান, এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সামসুন্নাহার বিথী, বিডি ন্যাশনাল টিভির চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সৈয়দ মনিরুল হক নোবেল, বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, বিএমএসএফ ঢাকা জেলার সাধারণ সম্পাদক সেলিম নিজামী, বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সম্পাদক মো: সাইফুল্লাহ খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক খান, বিএমএসএফের নারী সম্পাদক সানজিদা আক্তার এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, আলতাফ হোসেন, শফিউল আলম,সুমন খান প্রমূখ।

বক্তরা গণমাধ্যম চাকরি বিধিমালা আইন ২০২২ কোন ভাবেই সংশোধন যোগ্য নয়, প্রত্যাহার করতে হবে। আগামী ডিসেম্বরে জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলের ঘোষণা করা হয়। সভায় সংগঠন সমুহের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিকদের ২৫টি সংগঠনের সমন্বয়ে জোটটি গঠনের পর এটি দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।