• আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

এফবিজেও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৪৮ অপরাহ্ণ | মে ১৭, ২০২৫ গণমাধ্যম

 

স্টাফ রিপোর্টার : ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এফবিজেও কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার এফবিজেও এর চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

সভায় কোরআন তেলাওয়াত করেন এফবিজেওর ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আজিম উদ্দিন, সভার সঞ্চালনা করেন এফবিজেওর মহাসচিব মোঃ শামছুল আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির হোসেন কাজী, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়জুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল বারী স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সুলতানা নীলা, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ হোসেন, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম, নির্বাহী সদস্য মুন্সি মোহাম্মদ আল ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এফবিজেও চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার বলেন, দেশব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলায় স্থাপিত প্রেস ক্লাবগুলো সাংবাদিকদের পেশাগত কাজ পরিচালনা, মতপ্রকাশের স্বাধীনতা চর্চা, ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দেখা যাচ্ছে যে, এসব প্রেস ক্লাবের অনেকগুলোই এখনো কেন্দ্রীয়ভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত নয়, ফলে তারা বিভিন্ন সরকারি সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম এবং সাংগঠনিক স্বীকৃতির বাইরে থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্য প্রবাহে স্বচ্ছতা এবং গণমাধ্যমের বিকাশে জেলা-উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবসমূহকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা একান্ত প্রয়োজন। এর ফলে একদিকে যেমন গণমাধ্যমের মানোন্নয়ন হবে, তেমনি সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।

এফবিজেও মহাসচিব মো: শামছুল আলম বলেন, এফবিজেও সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবেন। তিনি এফবিজেও উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।