• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

এফবিজেও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৪৮ অপরাহ্ণ | মে ১৭, ২০২৫ গণমাধ্যম

 

স্টাফ রিপোর্টার : ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এফবিজেও কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার এফবিজেও এর চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

সভায় কোরআন তেলাওয়াত করেন এফবিজেওর ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আজিম উদ্দিন, সভার সঞ্চালনা করেন এফবিজেওর মহাসচিব মোঃ শামছুল আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির হোসেন কাজী, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়জুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল বারী স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সুলতানা নীলা, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ হোসেন, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম, নির্বাহী সদস্য মুন্সি মোহাম্মদ আল ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এফবিজেও চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার বলেন, দেশব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলায় স্থাপিত প্রেস ক্লাবগুলো সাংবাদিকদের পেশাগত কাজ পরিচালনা, মতপ্রকাশের স্বাধীনতা চর্চা, ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দেখা যাচ্ছে যে, এসব প্রেস ক্লাবের অনেকগুলোই এখনো কেন্দ্রীয়ভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত নয়, ফলে তারা বিভিন্ন সরকারি সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম এবং সাংগঠনিক স্বীকৃতির বাইরে থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্য প্রবাহে স্বচ্ছতা এবং গণমাধ্যমের বিকাশে জেলা-উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবসমূহকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা একান্ত প্রয়োজন। এর ফলে একদিকে যেমন গণমাধ্যমের মানোন্নয়ন হবে, তেমনি সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।

এফবিজেও মহাসচিব মো: শামছুল আলম বলেন, এফবিজেও সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবেন। তিনি এফবিজেও উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।