• আজ ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যা : জিজ্ঞাসাবাদে আটক ৫

 

গাজীপুর মহানগরীরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একইসঙ্গে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আজ শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তা রবিউল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তার বহুতল বিপণিবিতান শাপলা ম্যানশনের সামনে এক ব্যক্তি এক নারীকে কিল-ঘুষি মারছিলেন। এ সময় নারীর সঙ্গে থাকা কয়েকজন যুবক চাপাতি দিয়ে ওই ব্যক্তির ওপর হামলা চালায়। এই ঘটনাটি সাংবাদিক তুহিন মোবাইলফোনে ভিডিও ধারণ করছিলেন। হামলাকারীরা তাকে ভিডিও ধারণ করতে নিষেধ করে এবং তা মুছে ফেলতে বলে। তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে পাশের মসজিদ মার্কেটে গিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

উপপুলিশ কমিশনার জানান, হামলাকারীরা চিহ্নিত হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নিহত তুহিনের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আসাদুজ্জামান তুহিনের মরদেহ ময়নাতদন্ত শেষে গাজীপুর চৌরাস্তার ঈদগাহ মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তাকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।