• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |

শাবানার সিনেমার নায়ক শাকিব খান

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | জানুয়ারি ৭, ২০২৩ বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। তবে আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন এই অভিনেত্রী এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করবেন তারা। এই সিনেমায় নায়ক থাকবেন বাংলাদেশের শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াহিদ সাদিক।

চলচ্চিত্রটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের। আর বাংলাদেশ থেকে একজন নির্মাতা থাকবেন বলে জানা গেছে। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

ওয়াহিদ সাদিক বলেন, গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই বর্তমানে এই দুই নায়িকার কথাই ভাবছি। আগামী ১৬ জানুয়ারি কলকাতা যাচ্ছি। তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে ফিরব।

তিনি আরও বলেন, একইসঙ্গে সিনেমার নামও চূড়ান্ত করব এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেব। সিনেমার শুটিং হবে বাংলাদেশ-ভারত ও যুক্তরাষ্ট্রে। দুই বাংলার শিল্পী-কলাকুশলীরা সমানভাবে এই সিনেমায় অভিনয় করবেন।

চলতি বছরের শেষ দিকে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। যদিও এই সিনেমায় শাবানা অভিনয় করবেন না। তিনি শুধু প্রযোজক হিসেবে থাকবেন।

শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। এরপর বেশ কয়েকবার সিনেমা নির্মাণে আসার কথা শোনা গেলেও পরিবেশ পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত দেখা যায়নি। তবে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় নির্মাণে ফিরছেন তারা। এই সিনেমার মাধ্যমে শাবানার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এসএস প্রোডাকশন’ আবার চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন বলে জানা গেছে।