• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: রিজওয়ানা | প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, যে সব কথা হলো | দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম | ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ | সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি | তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা | আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক | রাতে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা | অভ্যুত্থানের নেতৃত্বে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক নয়’ | বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের |

নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনে ডিআইজি মঈনুল হক

| নিউজ রুম এডিটর ৬:৫৬ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২৩ জাতীয়

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। বুধবার (১৮ জানুয়ারি) নড়াইল পুলিশ লাইন্সে পৌঁছালে ডিআইজি মঈনুল হককে ফুলেল শুভেচ্ছা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান।

পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।
তিনি এ সময় নড়াইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ডিআইজি মঈনুল হক জেলার উর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।