

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: ভারতের সিনিয়র সাংবাদিক স্মিতা মিশ্র ভারতের প্রতিনিধিত্বকারী কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে মিশ্রকে এসজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত করেন।
একইভাবে অনিরুদ্ধ সুধাংসুকে সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের সভাপতি মনোনীত করা হয়েছে।
ইন্ডিয়া চ্যাপ্টারের অন্য সদস্যরা এমএইচ জাকারিয়া (ছত্তিশগড়), আলি আহসান বাপি (পশ্চিমবঙ্গ), অমরেন্দ্র পান্ডে (ইউপি), অনিল সাবলে (মহারাষ্ট্র), শরদ মিশ্র (এমপি), ফায়াজ কুরাইশি (কাশ্মীর), মরুপ স্ট্যানজিন (লাদাখ) মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসাবে। বিজ্ঞের মতো, নাহিদা কুরাইশি (ছত্তিশগড়), প্রকাশ উপ্রেতি (উত্তরাখণ্ড), রবীন্দ্র প্রকাশ খারাত (মহারাষ্ট্র), রজনীকান্ত তিওয়ারি (দিল্লি), রবি শঙ্কর (দিল্লি), শুভঙ্কর মুখার্জি (ত্রিপুরা), শুভংসু বোরা (আসাম) ,থিলাই নটরাজন (তামিলনাড়ু) এবং বিবেক কুমার জৈন (ইউপি)।
গত ১০ও১১ই জানুয়ারী দিল্লির গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত এসজেএফ সম্মেলনে ইন্ডিয়া চ্যাপ্টারের ২৫ সদস্য কার্যনির্বাহী মনোনীত হয়েছেন।
সার্ক সাংবাদিক ফোরামের সভাপতি রাজু লামা ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান কর্তৃক প্রকাশিত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর পক্ষ থেকে সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাজমা সুলতানা নীলা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।