• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

সিলেট থেকে অপহৃত শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার, আটক এক

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে চুরি হওয়া ১৪ মাসের শিশু শাহ জাহানকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) রাত আড়াইটার টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মমতা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে।

মমতা নবীগঞ্জ থানাধীন সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নামের এক ব্যক্তি পরিচয় গোপন করে ভিকটিম শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি নিজেকে অনাথ পরিচয় দিয়ে ভিকটিমের বাড়িতে অবস্থান নেন। গত ২৭ মে আসামি জাফর ভিকটিমকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জের মমতার কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান। শিশুটির পরিবার তাকে না পেয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম জানান, অপহরণের পর ১৫ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণের অভিযোগে মমতা নামের এক নারীকে গ্রেফতার করেছে।