• আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

সিরাজদিখানে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষীকির অনু্ষ্ঠান বিএনপির সাবেক আহবায়কের বাধায় পন্ড, হাতাহাতি!

| নিউজ রুম এডিটর ৬:১৮ অপরাহ্ণ | মে ৩১, ২০২৩ রাজনীতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান উপজেলা বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে পন্ড করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান বাজার সংলগ্ন উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস ধীরেনের নেতৃত্বে বিএনপির একাংশের নেতাকর্মীরা বাধা দিয়ে পন্ড করে দেয় মর্মে অভিযোগ করেন উপজেলা বিএনপির অপরাংশের নেতাকর্মীরা। এসময় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহত হয়নি। পরে অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে বিএনপির কার্যালয় বন্ধ করে দেয় পুলিশ। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব এম হায়দার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোতার হোসেন, আতাউর রহমান, নাসিম খান, ওসমান হারুন ভূঁইয়া, রহিম শেখ, পিয়ার আলী মোল্লা। যুবদল নেতা অহিদুল ইসলাম ওহিদ, ইয়াসিন সুমন, ইকবাল হোসেন, আমজাদ হোসেন, শাহাদাত শিকদারসহ উপজেলার ১৪ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সদস্য সচিব এম হায়দার আলী মুঠোফোনে বলেন,আজকের অনুষ্ঠান বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের। তারা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে প্রধান অতিথি করে। অনুষ্ঠানের শেষের দিকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতির জন্য দোয়া করবো ঠিক ওই মুহূর্তে সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, জসিম উদ্দিন খান খোকন ও সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে কিছু দূস্কৃতিকারী এসে আমাদের অনুষ্ঠান পন্ড করে। এসময় আমাদের লোকজন তাদের প্রতিহত করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যপারে অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ধীরেন কুদ্দুস আনিত অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ওইটা বিএনপির মূল দলের কোন অনুষ্ঠান না। স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠান। তাদের ১১ টা বাজে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু ১২ বাজার পর তারা কার্যালয় থেকে বের না হলে আমি সেখানে গেলে তারা আমাকে সম্মান দিয়ে বসতে দেয়। তখন আমি তাদের বলি দোয়ার অনুষ্ঠানটা আমরা একসাথেই করি। কিন্তু তারা গরিমশি শুরু করে। পরবর্তীতে আমি বের হয়ে আসতে গেলে আমার লোকজনের সাথে তাদের ধস্তাধস্তি হয় । হয়তোবা সিদ্দিক মোল্লাকে আমার লোকজন ধাক্কা দেয়। উল্লেখ্যে, সিরাজদিখান উপজেলার ১৪ টি বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপি’র স্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহর বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যক্রম, রাজনৈতিক স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস ধীরেন।