• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

নেপালে হুইলচেয়ার বিতরণ করেন- ফেনীর সন্তান জাহাঙ্গীর ফিরোজ।

| নিউজ রুম এডিটর ৩:৫৩ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৩ জাতীয়

নিজস্ব প্রতিনিধি :লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের আয়োজনে নেপালের রাজধানী কাঠমুন্ডু শহরের অদূরে ললিতপুরে ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন- সংস্থার চেয়ারম্যান ফেনী জেলার সোনাগাজীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ।

কাঠমান্ডু থেকে জ্ঞান বাহাদুর খড়কা (অধ্যক্ষ, শিক্ষাদীপ কলেজ) জানান-পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের অর্থায়নে ও আরপিপিএ-এর সহায়তায় নেপালের ললিতপুরের কেজ টোটাল ফিটনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের এই হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ই জুলাই) ১লা শ্রাবণ সকল হিন্দুদের জন্য একটি বিশেষ দিন। সমাজের বিভিন্ন পরিস্থিতির মধ্যেও সোমবার মানব ও মানবতার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ থেকে আগত পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন অষ্টা মহার্জন (আরপিপির ললিতপুর সভাপতি), অভিনেত্রী পূজা শর্মা, শিল্পা। মাস্কে এবং আরপিপির কেন্দ্রীয় সদস্য পদাধিকারী ও কেন্দ্রীয় সহ-সাধারণ মন্ত্রী উজ্জ্বল কৃষ্ণ শ্রেষ্ঠা এ তথ্য জানান।

উল্লেখ্য যে, ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক ও লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাহাঙ্গীর ফিরোজ, পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে নামক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। অধ্যাবধি তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় ৬শতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় নেপালের কাঠমুন্ডু সফরে আজ ১৫ জন শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ শেষ করে চলতি মাসে ভারতের কলকাতা শহরেও হুইল চেয়ার বিতরণ করবেন বলে জানিয়েছেন পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের মিডিয়া মুখপাত্র গাজী মোহাম্মদ হানিফ।