

টেকনাফে ২১ জুলাই ( শুক্রবার) দুপুর ২ টায় হোয়াইক্যং হাইওয়ে থানার অভিযানে এএসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের একটি পালকি পরিবহণ নামক যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১ ০২০৫) তে গোপন সংবাদ এর ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি করলে একজন যাত্রীবেশী মাদক কারবারীর হাতে থাকা কাপড়ের ব্যাগে ১২ বোতল বিদেশি মদ গ্র্যান্ড মাস্টার হুইস্কি পাওয়া যায়। মাদক বহনকারী ব্যক্তি হল টেকনাফ পৌরসভার কলেজ পাড়া ০৬ নং ওয়ার্ডের সমছুল আলমের পুত্র আব্দুল করিম (৫৫)।
হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন মাদকের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর। । আটক মাদক কারবারী আব্দুল করিমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াদিন। মামলার যাবতীয় কার্যক্রম শেষ করে আদালতে প্রেরণ করা হবে।