• আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৩:২৬ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২৩ আইন আদালত

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অদ্য ২৩.০৭.২০২৩ তারিখ সকাল ০৯:১৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানা হতে র‍্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের চুয়াডাঙ্গার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন,।

উক্ত র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তারেক,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), ডিআইও-১, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণ, আরআই, পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।