• আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১২:৫৯ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২৩ খেলাধুলা, ফুটবল

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের (রশুনিয়া) ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ইউনিয় পর্যায়ের ফাইনাল খেলায় রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নারী দল বনাম আবিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নারী দল অংশ গ্রহণ করে।

একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ দল বনাম দক্ষিন তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ দল অংশগ্রহণ করে। নারী ও পুরুষ উভয় দলের ফাইনাল খেলায় রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নারী ও পুরুষ দল ট্রাইবেগারে জয়লাভ করে। ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি রশুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম।রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন, রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রশুনিয়া ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জয়ন্ত ঘোষ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলাম অহিদ,২ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীন হাওলাদার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বদিউজ্জামালসহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু।