• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

| নিউজ রুম এডিটর ২:৪৪ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২৩ জাতীয়

২৫ জুলাই, মোঃ ছাবির উদ্দিন রাজু ,ভৈরব প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ এ প্রতিপাদ্যে ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, আলোচনাসভা, পোনা মাছ অবমুক্ত ও সফল উদ্যোক্তা ও চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, সহকারি কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন রোমন,মৎস্য চাষী কাওছার খান প্রমূখ। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা ও চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর আগে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।