• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

কুলিয়ারচরে ওয়ার্ড কাউন্সিলের নামে আ.লীগ নিধন চলছে বলে অভিযোগ উঠেছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলের নামে আওয়ামী নিধন চলছে বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর ইউনিয়নের একাধিক ওয়ার্ড কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদ প্রার্থী ও ভোটার তালিকা থেকে বাদ পড়া নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের অনুসারীদেরকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে অধিকাংশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে বিএনপি ও অন্যান্য দলের লোকজনকে ভোটার করা হয়েছে। তারা আরও দাবি করেন, দলীয় নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি চাকুরীজীবীসহ অতিরিক্ত নারী ভোটার করা হয়েছে।

আসন্ন ওয়ার্ড কাউন্সিল ত্রুটুপর্ণ ভোটার তালিকায় নির্বাচন করবেন না ঘোষণা দিয়ে সভাপতি ও সম্পাদক পদ থেকে সরে পড়া কয়েকজন নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড কাউন্সিল করার জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে এটা আওয়ামী লীগ নিধন ছাড়া আর কিছুই না। তারা বলেন, মূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচনে অংশগ্রহন করবেন না। নেতৃবৃন্দরা প্রহসনের এই ভোটা তালিকা বাতিলের দাবিও জানান।