• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

কুলিয়ারচরে ওয়ার্ড কাউন্সিলের নামে আ.লীগ নিধন চলছে বলে অভিযোগ উঠেছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলের নামে আওয়ামী নিধন চলছে বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর ইউনিয়নের একাধিক ওয়ার্ড কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদ প্রার্থী ও ভোটার তালিকা থেকে বাদ পড়া নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের অনুসারীদেরকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে অধিকাংশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে বিএনপি ও অন্যান্য দলের লোকজনকে ভোটার করা হয়েছে। তারা আরও দাবি করেন, দলীয় নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি চাকুরীজীবীসহ অতিরিক্ত নারী ভোটার করা হয়েছে।

আসন্ন ওয়ার্ড কাউন্সিল ত্রুটুপর্ণ ভোটার তালিকায় নির্বাচন করবেন না ঘোষণা দিয়ে সভাপতি ও সম্পাদক পদ থেকে সরে পড়া কয়েকজন নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড কাউন্সিল করার জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে এটা আওয়ামী লীগ নিধন ছাড়া আর কিছুই না। তারা বলেন, মূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচনে অংশগ্রহন করবেন না। নেতৃবৃন্দরা প্রহসনের এই ভোটা তালিকা বাতিলের দাবিও জানান।