• আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

| নিউজ রুম এডিটর ১১:৪৮ পূর্বাহ্ণ | আগস্ট ৯, ২০২৩ আইন আদালত, লিড নিউজ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা কারাগারে শাহ নাজমুল হোসেন (৩৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
নাজমুল হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা কারাগার বন্দী ছিলেন শাহ নাজমুল হোসেন। গত এক সপ্তাহ ধরে আশা নামের একটি এনজিওর ঋণ প্রকল্পের মামলায় তিনি কারাগার ছিলেন। মঙ্গলবার বিকালের দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, তিনি একটি এনজিওর মামলায় কারাগারে ছিলেন। বিকেলে শুনলাম তার নাকি মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে সেটা জানা নেই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ওমর ফারুক বলেন, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।