• আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

| নিউজ রুম এডিটর ১১:৪৮ পূর্বাহ্ণ | আগস্ট ৯, ২০২৩ আইন আদালত, লিড নিউজ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা কারাগারে শাহ নাজমুল হোসেন (৩৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
নাজমুল হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা কারাগার বন্দী ছিলেন শাহ নাজমুল হোসেন। গত এক সপ্তাহ ধরে আশা নামের একটি এনজিওর ঋণ প্রকল্পের মামলায় তিনি কারাগার ছিলেন। মঙ্গলবার বিকালের দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, তিনি একটি এনজিওর মামলায় কারাগারে ছিলেন। বিকেলে শুনলাম তার নাকি মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে সেটা জানা নেই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ওমর ফারুক বলেন, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।