• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

আত্মহত্যা ঠেকাবে যে ফ্যান

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০২৩ ভিন্ন স্বাদের খবর

চলতি বছর ভারতের রাজস্থানের কোটা জেলায় ২২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

হোস্টেলগুলোতে স্প্রিং দেওয়া ফ্যান লাগানোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ওমপ্রকাশ বুনকার।

এক নির্দেশনায় কোটা শহরের সব হোস্টেল ও হোটেল কর্তৃপক্ষকে দ্রুত এ ধরনের ফ্যান লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ভাষ্য- এ ধরনের ফ্যানে ঝুলে পড়ে কোনো শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে ফ্যানটি নিচে খুলে পড়ে যাবে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- ফ্যানে স্প্রিং থাকার পর কোনো অতিরিক্ত ভার ফ্যানের ওপর চাপালেই সেটি খুলে মাটিতে পড়ে যাবে। ফ্যানগুলোতে একটি বৈদ্যুতিক বিপদঘণ্টা থাকবে বলেও জানানো হয়েছে। ফলে কোনো শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে সতর্ক হয়ে যাবে হোস্টেল প্রশাসন।

তবে জেলা প্রশাসনের এ সংক্রান্ত নির্দেশ কতটা মানা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে এভাবে আত্মহত্যার ঘটনা থামানো যাবে কিনা, তা নিয়েও সংশয় অনেকের।