• আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্মহত্যা ঠেকাবে যে ফ্যান

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০২৩ ভিন্ন স্বাদের খবর

চলতি বছর ভারতের রাজস্থানের কোটা জেলায় ২২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

হোস্টেলগুলোতে স্প্রিং দেওয়া ফ্যান লাগানোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ওমপ্রকাশ বুনকার।

এক নির্দেশনায় কোটা শহরের সব হোস্টেল ও হোটেল কর্তৃপক্ষকে দ্রুত এ ধরনের ফ্যান লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ভাষ্য- এ ধরনের ফ্যানে ঝুলে পড়ে কোনো শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে ফ্যানটি নিচে খুলে পড়ে যাবে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- ফ্যানে স্প্রিং থাকার পর কোনো অতিরিক্ত ভার ফ্যানের ওপর চাপালেই সেটি খুলে মাটিতে পড়ে যাবে। ফ্যানগুলোতে একটি বৈদ্যুতিক বিপদঘণ্টা থাকবে বলেও জানানো হয়েছে। ফলে কোনো শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে সতর্ক হয়ে যাবে হোস্টেল প্রশাসন।

তবে জেলা প্রশাসনের এ সংক্রান্ত নির্দেশ কতটা মানা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে এভাবে আত্মহত্যার ঘটনা থামানো যাবে কিনা, তা নিয়েও সংশয় অনেকের।