• আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহ

| নিউজ রুম এডিটর ৩:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সেলিম রেজা (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীরামপুর মিঠাইবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম রেজা উপজেলার ঝালঙ্গী সীমান্তের নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বুড়িমারী বাজার থেকে গভীর রাতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মিঠাইবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয়। শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পাটগ্রাম থানায় খবর দেন। পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান। পরে নিহত সেলিম রেজার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস (ওসি) ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।