• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

দিনাজপুরের স্ত্রী হত্যার দায়ে স্বামী কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড’র রায় আদালতের

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ১৬, ২০২৩ আইন ও আদালত

 

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরে স্ত্রীকে  হত্যার ঘটনায় ছেলের দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক শ্যাম সুন্দর রায়।
আজ সোমবার সকালে ওই রায় ঘোষনা করেন তিনি। এসময় আদালতে উপস্হিত ছিলেন দন্ডিতসহ সংশ্লিষ্টরা। স্বামী স্ত্রী মধ্যে সাংসারিক বিরোধের জেরে গত ২০১৪ সালে ২৫  অক্টোবর স্ত্রী কহিনুর বেগমকে জবাই করে হত্যা করেছিলো স্বামী মজিবর রহমান।
মৃত্যুদন্ডে দন্ডিত মজিবর রহমান পাবর্তীপুর উপজেলার খলিলুর মোল্লাপাড়ার বাসিন্দা মৃত তাছির উদ্দিনের ছেলে।
মামলার বিবরনে জানা গেছে, গত ২০১৪ সালের ২৫ অক্টোবর সাংসারিক মত বিরোধের কারনে সকালে স্বামী মজিবর রহমানের সাথে স্ত্রী কহিনুর বেগমের (৪৫)  বাক বিতন্ডা ঘটে। ছেলেরা বাবা মায়ের ঝগড়া থামিয়ে ইট ভাটায় শ্রমিকের কাজে চলে যায়। পরদিন সকালে শ্যালক জিয়াউর রহমানকে মোবাইল ফোন করে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ( আমি ফাটা কেষ্ট, তোমার বোনকে খুন করেছি) লাশ দাফনের ব্যবস্হা কর ‘ আবদার জানায় ঘাতক মজিবর রহমান। এসময় পলাতক ছিল সে। এব্যাপারে ২৬ অক্টোবর পাবর্তীপুর মডেল থানায় পিতাকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়েন করে ছেলে বাবু মিয়া (২২)।
দীর্ঘ ৯ বছর মামলা চলা শেষে আজ সোমবার প্রকাশিত রায়ে মজিবর রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে  মৃত্যুদন্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ জরিমানা করেন বিচারক। এছাড়াও আপিলের জন্য দন্ডিতকে ৭ দিনের সময় বেধে দিয়েছেন বিচারক।