• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

বিএনপি’র নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ; পুলিশের অতর্কিত হামলা

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৩ রাজনীতি
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় তাদের উপর পুলিশ অতর্কিত ভাবে হামলা করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি’র নেতা-কর্মীরা। এমনকি এ সময় সাংবাদিককের ধাক্কা দেয় পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দইখাওয় মোড় থেকে একটি মিছিল বের করে শহর প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ গেটে সমাবেশে মিলিত হন। আর সেখানে অতর্কিতভাবে হামলা করেন পুলিশ।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার দইখাওয়া মোড় থেকে সাবেক এমপি পুত্র বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে একটি নির্বাচন বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ গেটের সামনে এক সমাবেশে মিলিত হন। এ সময় বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বক্তব্য শুরু করলে পুলিশ অতর্কিত ভাবে হামলা চালায়। এমনকি লাঠি চার্জ শুরু করে। এমনকি এ সময় এক সংবাদকর্মীকেও ধাক্কা দেয় পুলিশ।
এ বিষয়ে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন, আমরা শান্তি পূর্ন মিছিল ও সমাবেশ করছিলাম। এ সময় ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন আহত হন। শুধু তাই নয় বাড়িতে ঢুকেও হামলা চালিয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জানমালের ঝুকিপূর্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। সেটি আমরা ছত্রভঙ্গ করেছি।