• আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি দলকে ভাঙার চেষ্টা চলছে: ফারুক

| নিউজ রুম এডিটর ১১:৫৮ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৪ জাতীয় পার্টি, রাজনীতি, লিড নিউজ

গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিএনপি ভাঙার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।

থানায় ও কারাগারে দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চলে বলে অভিযোগ জয়নুল আবদীন ফারুকের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে ফারুক বলেন, গ্রেফতারের পর থানায় প্রথম দফায় এবং পরে কারাগারে দফায় দফায় নির্যাতন চালানো হয়।

 

তিনি বলেন,
জামিনে ফিরে নির্যাতিত কর্মীরা শরীরের নির্যাতনের চিহ্ন আমাকে দেখিয়েছেন। তাদেরকে লাঠি দিয়ে পিঠ, হাত ও পায়ের তালুতে মারাত্মক আঘাত করা হয়েছে।

অসুস্থ হলেও বিএনপির নেতাকর্মীদের চিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বিনা চিকিৎসায় কারাগারে এ পর্যন্ত আমাদের ১৭ কর্মীর মৃত্যু হয়েছে।’