স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে আখ্যা দিয়েছেন খোদ দলটির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী কার্যালয়ে নিজ জন্মদিনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার জাতীয় পার্টির মধ্যে নিজেদের এজেন্ট ঢুকিয়ে দলকে দুর্বল করে ঘৃণ্য উদ্দেশ্য হাসিলের ষড়যন্ত্র করছে।
জাপা নেতা বলেন, গৃহপালিত নয়, জাতীয় পার্টি দরকার হলে পরজীবী হয়েই বেঁচে থাকবে।
সরকার জাতীয় পার্টিকে ভাঙতে চায় অভিযোগ করে, সব দলকে রাজনীতি করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।
প্রধানমন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনো দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। আজকে দেশের যে উন্নতি হচ্ছে, সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই হয়েছে।