• আজ ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের সাবেক ফুটবলার সাতক্ষীরার রাজিয়ার মৃত্যু

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০২৪ খেলাধুলা, ফুটবল

 

এমএ মামুন, সাতক্ষীরা: বাংলাদেশ অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৯ জাতীয় ফুটবল টিমের সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা সন্তান প্রসাব করে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজিয়া সুলতানা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্ণীনাথপুর গ্রামের মৃত নূরআলী সরদারের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর।

বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাত ১০ টার দিকে সে পুত্র সন্তান প্রসব করেন। রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ রাজিয়ার ডেলিভারির পর রক্তক্ষরণ হতে থাকলে। স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার পথে ভোর ৪ টায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।