• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

গরমে একটু স্বস্তি পেতে তিস্তা ব্যারাজে একদল শিশু-কিশোর

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহে  তিস্তা নদীর পানিতে গা ভাসিয়ে একটু প্রশান্তির পরশ নিচ্ছে শিশু-কিশোর এবং পর্যটকরা। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর পানিতে নেচে গেয়ে উল্লাসে মেতে ওঠে নানা বয়সের আগত পর্যটকা।
বৃহস্পতিবার(২ মে) দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকায় ঘুরতে আসার শিশু কিশোর ও পর্যটকরা এই তাপদাহে তিস্তা নদীতে গোছলে নেমে আনন্দ উল্লাস করেন।
চলমান তাপদাহের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজে এলাকায় বিভিন্ন এলাকা থেকে  ঘুরতে আসা পর্যটকরা তিস্তার ঠান্ডা পানিতে নেমে দীর্ঘক্ষণ  সময় পার করেন।
সকাল নেই, দুপুর নেই, তীব্র রোদ গরম উপেক্ষা করে সব সময় তিস্তা ব্যারাজ ঘিরে থাকছে প্রাণচাঞ্চল্য। মানুষের কোলাহলে মুখরিত থাকছে তিস্তাপাড়।
হাতীবান্ধা থেকে ঘুরতে আসা তানভির হাসান বলেন,প্রচন্ড গরমে নদীর পানিতে গোস করে উপভোগ করছি। অনেক ভালো লাগছে।
কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে আসা শাহরিয়ার
বর্তমান তাপদাহের কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই আমরা একটু অসুস্থ। আমাদের শান্তির জন্য গরিবের কক্সবাজার খ্যাত তিস্তা নদীতে এসে গোসল করছি। আনন্দ করছি উল্লাস করছি।
ঘুরতে আসা আসাদুজ্জামান বলেন, আমাদের বাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরীতে এই তীব্র গরমের তিস্তা ব্যারাজ দেখতে এসে বন্ধুদের সাথে নিয়ে নদীতে গোসল করছি।
আজিজুল ইসলাম বারী, ০১৭১৭-৪৬৯৮৮৩।