

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা নির্বাচনে ১ জন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট ক্রয়ের সময় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামকে ৯৪ হাজার টাকা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
৮ মে বুধবার বেলা বারোটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের নিকট থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া জহিরুল উপজেলার ভাংগা বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সিরাজগঞ্জ জেলার ডিবির ওসি মোঃ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি স্কুলে অবস্থিত কেন্দ্রের পাশে দোয়াত কলম প্রার্থীর পক্ষে জনগণকে টাকার প্রলোভন দেখিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহিরুল।
এ ঘটনার সংবাদ পেয়ে টাকাসহ তাকে হাতেনাতে আটক করে সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশ।
এই ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।