• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

প্রথম ধাপে শেরপুরের দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।

| Evan Adil ১২:৩৫ অপরাহ্ণ | মে ৯, ২০২৪ নির্বাচন

শেরপুর জেলা প্রতিনিধিঃ রাকিবুল আওয়াল পাপুল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শেরপুরের শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জাহিদুল হক জুয়েল ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিস হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাহ উদ্দিন ছালেম পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুর রহমান তালা প্রতীকে ভোট ১৩ হাজার ৬২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের প্রার্থী মো. জুবাইদুল ইসলাম ভোট ১০ হাজার ৬৪১। মহিলা ভাইস চেয়ারম্যান-ফুলমালা পদ্মফুল প্রতীকে ৩১ হাজার ৯০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস
প্রতীকের প্রার্থী মোছা. লিপি বেগম পেয়েছেন ১৯ হাজার ৫৪০ ভোট

অপরদিকে ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।পদে রকিবুল ইসলাম রুকন চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।