• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

প্রথম ধাপে শেরপুরের দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।

| Evan Adil ১২:৩৫ অপরাহ্ণ | মে ৯, ২০২৪ নির্বাচন

শেরপুর জেলা প্রতিনিধিঃ রাকিবুল আওয়াল পাপুল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শেরপুরের শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জাহিদুল হক জুয়েল ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিস হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাহ উদ্দিন ছালেম পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুর রহমান তালা প্রতীকে ভোট ১৩ হাজার ৬২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের প্রার্থী মো. জুবাইদুল ইসলাম ভোট ১০ হাজার ৬৪১। মহিলা ভাইস চেয়ারম্যান-ফুলমালা পদ্মফুল প্রতীকে ৩১ হাজার ৯০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস
প্রতীকের প্রার্থী মোছা. লিপি বেগম পেয়েছেন ১৯ হাজার ৫৪০ ভোট

অপরদিকে ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।পদে রকিবুল ইসলাম রুকন চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।