

কামাল হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা সতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২’শ ৪৮ ভোট পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১’শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জুয়েল ডালী ( উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬’শ ২৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬’শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬ হাজার ৭’শ ৬৪ ভোট পেয়েছেন।
এর আগে বুধবার সকাল থেকে গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯ টি ভোট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠ ভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।