• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

শেরপুরে দু’দিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

| Evan Adil ৮:১৩ অপরাহ্ণ | মে ১১, ২০২৪ জাতীয়

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। দু’দিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন শেরপুর ১ আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি ” এই স্লোগানে শনিবার সকাল ১১টায় জেলা কালেক্টরেক্ট চত্বরে তিনি এ মেলার উদ্বোধন করেন। এরপর তিনি মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা স্টলগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এ বিজ্ঞান মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি গবেষণা স্টল স্থান পেয়েছে। শনিবার থেকে শুরু হওয়া বিজ্ঞান মেলাটি চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

এ সময় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা করুনা দাস কারুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.আকরামুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি

শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য,ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, অনলাইন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, জেলা পর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।